আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষ করে ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। সোমবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট। করোনা পরিস্থিতির কারণে পঞ্চাশ ওভারের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের ডিপিএল।
রোববার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে আয়োজক সিসিডিএম। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে অংশগ্রহণকারী সবকয়টি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
একইসময় বিকেএসপির তিন নম্বর মাঠে লেজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস এবং চার নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দিনের পরের ম্যাচগুলো হবে দুপুর দেড়টা থেকে। অর্থাৎ প্রতিদিন প্রতিটি মাঠে দুইটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম পাঁচ রাউন্ডের সূচি মোতাবেক টানা দুইদিন হবে দুই রাউন্ডের খেলা। এরপর রাখা হয়েছে একদিন বিরতি। পরে আবার টানা দুইদিন রয়েছে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা। যা শেষে একদিন বিরতি দিয়ে আবার হবে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো। দিনের প্রথম ম্যাচ সকাল ৯টা এবং পরেরটি হবে দুপুর দেড়টা থেকে।
এবারের ডিপিএলে জাতীয় দলের প্রায় সব তারকা খেলোয়াড়কেই পাওয়া যাবে। আবাহনীতে রয়েছেন মুশফিকুর রহীম, লিটন দাসসহ এক ঝাঁক জাতীয় দলের খেলোয়াড়। মোহামেডানে দেখা যাবে সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের। তামিম ইকবাল রয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে আর মাহমুদউল্লাহ রিয়াদের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এখনও অনিশ্চয়তা রয়েছে লিগে মাশরাফি বিন মর্তুজার অংশগ্রহণ নিয়ে। তিনি রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এছাড়া খেলাঘর সমাজকল্যাণ সমিতিতে মেহেদি হাসান মিরাজ, লেজেন্ডস অব রুপগঞ্জে নাইম ইসলাম, ব্রাদার্স ইউনিয়নে আছেন জুনায়েদ সিদ্দিকীরা।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ রাউন্ডের সূচি
প্রথম রাউন্ড
তারিখ
ম্যাচ
সময়
ভেন্যু
৩১ মে ২০২১
আবাহনী লিমিটেড - পারটেক্স স্পোর্টিং ক্লাব
সকাল ৯টা
মিরপুর
লেজেন্ডস অব রুপগঞ্জ - ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
সকাল ৯টা
বিকেএসপি ৩
প্রাইম দোলেশ্বর ক্লাব - ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা
বিকেএসপি ৪
শেখ জামাল ধানমন্ডি ক্লাব - খেলাঘর সমাজকল্যাণ সমিতি
দুপুর ১টা ৩০
মিরপুর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব - গাজী গ্রুপ ক্রিকেটার্স
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব - শাইনপুকুর ক্রিকেট ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৪
দ্বিতীয় রাউন্ড
তারিখ
ম্যাচ
সময়
ভেন্যু
১ জুন ২০২১
আবাহনী লিমিটেড - ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
সকাল ৯টা
বিকেএসপি ৪
লেজেন্ডস অব রুপগঞ্জ - ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা
বিকেএসপি ৩
প্রাইম দোলেশ্বর ক্লাব - খেলাঘর সমাজকল্যাণ সমিতি
সকাল ৯টা
মিরপুর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব - গাজী গ্রুপ ক্রিকেটার্স
দুপুর ১টা ৩০
মিরপুর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব - শাইনপুকুর ক্রিকেট ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৪
মোহামেডান স্পোর্টিং ক্লাব - পারটেক্স স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৩
তৃতীয় রাউন্ড
তারিখ
ম্যাচ
সময়
ভেন্যু
৩ জুন ২০২১
আবাহনী লিমিটেড - ব্রাদার্স ইউনিয়ন
দুপুর ১টা ৩০
মিরপুর
লেজেন্ডস অব রুপগঞ্জ - খেলাঘর সমাজকল্যাণ সমিতি
সকাল ৯টা
বিকেএসপি ৪
প্রাইম দোলেশ্বর ক্লাব - গাজী গ্রুপ ক্রিকেটার্স
সকাল ৯টা
বিকেএসপি ৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাব - শাইনপুকুর ক্রিকেট ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব - মোহামেডান স্পোর্টিং ক্লাব
সকাল ৯টা
মিরপুর
ব্রাদার্স ইউনিয়ন - পারটেক্স স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৪
চতুর্থ রাউন্ড
তারিখ
ম্যাচ
সময়
ভেন্যু
৪ জুন ২০২১
আবাহনী লিমিটেড - খেলাঘর সমাজকল্যাণ সমিতি
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৩
লেজেন্ডস অব রুপগঞ্জ - গাজী গ্রুপ ক্রিকেটার্স
সকাল ৯টা
বিকেএসপি ৪
প্রাইম দোলেশ্বর ক্লাব - শাইনপুকুর ক্রিকেট ক্লাব
সকাল ৯টা
মিরপুর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব - মোহামেডান স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
মিরপুর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব - পারটেক্স স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৪
ব্রাদার্স ইউনিয়ন - ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
সকাল ৯টা
বিকেএসপি ৩
পঞ্চম রাউন্ড
তারিখ
ম্যাচ
সময়
ভেন্যু
৬ জুন ২০২১
আবাহনী লিমিটেড vs গাজী গ্রুপ ক্রিকেটার্স
দুপুর ১টা ৩০
মিরপুর
লেজেন্ডস অব রুপগঞ্জ vs শাইনপুকুর ক্রিকেট ক্লাব
সকাল ৯টা
বিকেএসপি ৩
প্রাইম দোলেশ্বর ক্লাব vs মোহামেডান স্পোর্টিং ক্লাব
সকাল ৯টা
বিকেএসপি ৪
শেখ জামাল ধানমন্ডি ক্লাব vs প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৪
খেলাঘর সমাজকল্যাণ সমিতি vs ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব
সকাল ৯টা
মিরপুর
ব্রাদার্স ইউনিয়ন vs পারটেক্স স্পোর্টিং ক্লাব
দুপুর ১টা ৩০
বিকেএসপি ৩
এসএএস/জেআইএম
Sunday, May 30, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment